বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাংশায় স্কুলশিক্ষক হত্যামামলার আরো তিন আসামি গ্রেপ্তার 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশায় স্কুলশিক্ষক হত্যামামলার আরো তিন আসামি গ্রেপ্তার 

রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে (মুকু) গত ৩০ এপ্রিল রাতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেই মামলায় জড়িত আরো তিন আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। 

গত শনিবার দিবাগত রাতে পাংশা থানার বিভিন্ন এলাকায় অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দুইটি ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের মনটু শিকদারের ছেলে সজীব শিকদার, শেখপাড়ার নুর আলী মণ্ডলের ছেলে মো. রাসেল মণ্ডল, কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ।

এবিষয়ে রোববার (৭ মে) পাংশা মডেল থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার আসলাম হোসেন (প্রবেশনাল), পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।

টিএইচ